September 26, 2025

বয়স্ক লোকদের দুধপান করানো

আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহলা বিনতে সুহাইল সাল্লাল্লাহু আলাই্‌হি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল, আমার সামনে সালেমের আসা যাওয়ার কারণে আমি (আমার স্বামী) আবু হুযাইফার চেহারায় কিছু পরিবর্তন লক্ষ্য করি। (অর্থাৎ আমার সামনে সালেমের আগমন তিনি পছন্দ করেন না, এটা তার চেহারা দেখে বুঝতে পারি)। অথচ সে তার প্রিয়পাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে তোমার বুকের দুধ পান করিয়ে দাও। সাহলা বিনতে সুহাইল বললেনঃ সে তো প্রাপ্ত বয়স্ক পুরুষ। আমি তাকে কিভাবে দুধ পান করাবো? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেনঃ সে একজন বয়স্ক পুরুষ তা আমি জানি। আমর তার বর্ণিত হাদীসে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সালেম (রা) বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ছিলেন। ইবনে আবু উমারের বর্ণনায় উল্লেখিত হয়েছে যে, ঐ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। (সহীহ মুসলিম, খণ্ড ৫, হাদীস ৩৪৬৪, পৃঃ ১০১-১০২; বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা)

 

আরও একটা সহীহ হাদিস

আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু হুযাইফার আযাদকৃত কৃতদাস সালেম আবু হুযাইফা ও তার পরিবার পরিজনের সাথে তাদের বাড়ীতেই থাকতো। একদিন (আবু হুযাইফার স্ত্রী) সুহাইলের কন্যা (সাহ্‌লা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, সালেম তো প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হয়েছে এবং জ্ঞানবৃদ্ধি যতদূর হওয়ার তা হয়েছে। সে আমার সামনে চলাফেরা করে। আমার মনে হয় এ কারণে (আমার স্বামী) আবু হুযাইফা (রা) মনে অস্বস্তি বোধ করেন। এসব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ সালেমকে তোমার বুকের দুধ পান করিয়ে দাও, তাহলে তুমি তার জন্য মুহরিম হয়ে যাবে এবং আবু হুযাইফার মনের অবস্থাও দূরীভূত হবে। পরবর্তী সময়ে সাহ্‌লা তাঁর কাছে এসে বললো, আমি সালেমকে দুধপান করিয়েছি এবং (আমার স্বামী) আবু হুযাইফার মনের অস্বস্তি দূর হয়েছে। (সহীহ মুসলিম, খণ্ড ৫, হাদীস ৩৪৬৫, পৃঃ ১০৩; বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা)

এই দুটি সহীহ হাদিসে নবী পরিষ্কার বলেছেন বুকের দুধ পান করিয়ে দিতে। কোথাও বলা হয়নি বাটিতে দুধ দুইয়ে পান করাতে—অর্থাৎ গরু ছাগলের দুধ যে ভাবে পান করা হয় সেই মত। আর তখনকার দিনে স্তনের দুধ পাত্রে রেখে পান করার কোন হাদীস আজ পর্যন্ত আমি পড়ি নাই। কেউ পড়ে থাকলে জানাবেন। আর তখন স্তন থেকে দুধ বাহির করার পাম্পও আবিষ্কার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *